ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

নতুন শিক্ষাক্রমনিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হুছামুদ্দীন চৌধুরীর বৈঠক

প্রকাশ: ০২:২২, ১৩ জানুয়ারি ২০২৩

নতুন শিক্ষাক্রমনিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হুছামুদ্দীন চৌধুরীর বৈঠক

নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি ও পাঠ্যপুস্তকে কুরআন-সুন্নাহবিরোধী আপত্তিকর বিষয় থাকাসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বৃহস্পতিবার দুপুরে  মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে ৫ সদস্যের এ প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে মাদ্রাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন আলেমরা। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান  বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৩ সালে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে যে পাঠ্যপুস্তক এসেছে তা নিয়ে দেশের সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। এসব পাঠ্যপুস্তকে ইসলামি বিশ্বাস, আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যকে পাশ কাটিয়ে ভিনদেশি কৃষ্টি-কালচার তুলে ধরা হয়েছে। এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছি। 

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সংশোধন, মাদ্রাসার জন্য আলাদা কারিকুলাম ও নতুন বইগুলো থেকে বিতর্কিত বিবর্তনবাদসহ কুরআন-সুন্নাহবিরোধী বিষয়গুলো বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।   

এদিকে আনজুমানে আল ইসলাহর প্রেস রিলিজে বৈঠকের খবর জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী মনোযোগের সঙ্গে প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছেন। একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দীক, ফরিদগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন