ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

শিশু আছিয়ার গায়েবানা জানাযা শাবিতে

শাবি প্রতিনিধি:

প্রকাশ: ২১:১২, ১৩ মার্চ ২০২৫

শিশু আছিয়ার গায়েবানা জানাযা শাবিতে

ছবি-সংগৃহীত

মাগুরায় পাশবিকতার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শিশু আছিয়ার জন্য দেশব্যাপী হাহাকার করছে জনগণ। বিক্ষোব্ধ জনতা পাষন্ডদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে হচ্ছে গায়েবানা জানাজা।

এদিকে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ জানাজার আয়োজন করে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কিলো রোডে জানাজার নামাজ পড়া হয়। 

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন, শাবিপ্রবির ভিসি প্রফেসর ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, রেজিষ্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, নরপিশাচদের ৯০ দিন নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর করুন। এমন শাস্তি নিশ্চিত করুন, যা দেখে ভবিষ্যতে কেউ আর কোনো শিশু ও নারীর প্রতি এই বর্বরতা চালানোর সাহস না পায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন