ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৪:৩৪, ২৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ২৯ মার্চ ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শ্রী কৃষ্ণ দাস স্বপ্নীলের মা সত্যবতী দাস দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় বর্তমানে তিনি গ্রামের বাড়িতে শয্যাশায়ী এবং তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। বন্ধুর মাকে বাঁচাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
জানা যায়, সত্যবতী দাস ছোটবেলা থেকেই কোমরের নিচের দিকে একটি ফোঁড়ার সমস্যায় ভুগছিলেন, যা পরে টিউমারে রূপ নেয়। ২০১৭ সালে সিলেটের একটি হাসপাতালে প্রথম অপারেশন করা হয়। কিন্তু কিছু বছর পর সেটি আবারও ফিরে আসে এবং পরবর্তী সময়ে ক্যান্সার ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, ইনফেকশনের কারণে তার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করা সম্ভব হয়নি। অর্থাভাবে একাধিকবার চিকিৎসা ব্যাহত হয়েছে এবং সর্বশেষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১ লাখ টাকা সংগ্রহ করে গত ৭ জানুয়ারি তার চতুর্থ অপারেশন সম্পন্ন করেন। কিন্তু চিকিৎসকরা সতর্ক করেছেন যে দ্রুত ক্যান্সারের চিকিৎসা শুরু না করলে তার জীবন সংকটে পড়বে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কিংবা দেশের বাইরে নিতে হবে। কিন্তু বর্তমান আর্থিক সংকটের কারণে এমনকি সিলেটেও চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে ১৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা না গেলে চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
স্বপ্নীল স্বপ্ন দেখে তার মা বেঁচে থাকবেন, কিন্তু তার একার পক্ষে এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। বন্ধুর মায়ের জন্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
আপনার একটু সাহায্য স্বপ্নীলের মায়ের জীবন বাঁচাতে পারে। সাহায্য পাঠানোর জন্য নিচের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অপশন ব্যবহার করতে পারেন: একাউন্ট নাম শ্রী কৃষ্ঞ দাস, একাউন্ট নাম্বার: ২৩৯৩১০১০৫৪৪২৭ রাউটিং নম্বর: ১৭৫৯১২০২৩ পূবালী ব্যাংক। মোবাইল ব্যাংকিং: বিকাশ: ০১৫৭১৪৮৬০৯৪, নগদ: ০১৭০৬১৪৮০৪৯, রকেট: ০১৭০৬১৪৮০৪৯০।