ব্রেকিং
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
প্রকাশ: ১৪:৩৬, ২ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত উপজেলার ১৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই প্রত্যন্ত এলাকা থেকে দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন ব্যাপার। এত প্রতিকূলতার পরেও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। আমি এই মেধাবীদেরকে সম্মাননা দিতে পেরে অনেক আনন্দ উপলব্ধি করছি। আশা করছি তারা এই সংবর্ধনা থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও ভাল কিছু অর্জন করবে। আগামীতে তারা এই মধ্যনগর উপজেলা তথা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় আগামী ঈদুল আযহার পরপরই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভঙ্কর দেবনাথ, ব্যাংকার প্রদীপ দেবনাথ, রাজীব দেবনাথ, জামাল মিয়া প্রমুখ।