ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ শাবিপ্রবির ‌’এসইউডিএস ৫২’

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ২০:১৫, ১৯ এপ্রিল ২০২৫

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ শাবিপ্রবির ‌’এসইউডিএস ৫২’

লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং‌ ক্লাব (এলইউডিসি) কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) ৫২। 

শনিবার (১৯ এপ্রিল) লিডিং ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর দল “জেইইউডিএস সংশপ্তক”-এর সাথে রানারআপ হয় এসইউডিএস ৫২।

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে সবগুলো বিতর্ক জিতে 'টপ ব্রেকিং টিম' হিসেবে সরাসরি সেমি-ফাইনালে জায়গা করে নেয় “এসইউডিএস ৫২”।

এসইউডিএস ৫২ এর তিন সদস্য পরিসংখ্যান বিভাগের অন্তিক চৌধুরী , মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল্লাহ আল সামিন ও আর্কিটেকচার বিভাগের মুহতাসিম ফিরদাউস মাহিন। তারা তাদের অসাধারণ যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্যে বিচারকদের মন জয় করেন।

এছাড়াও, আবদুল্লাহ আল সামিন ও মুহতাসিম ফিরদাউস মাহিন যথাক্রমে ২য় ও ৩য় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন