ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৯:৩৩, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৩, ২২ এপ্রিল ২০২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক সম্মেলন।
আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল শাবিপ্রবি ক্যাম্পাসে সম্মেলনটি চলবে। যেখানে ৮ টি দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন শিক্ষক এবং ২৮৮ জন শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি। এ সময় আসন্ন সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. রেজা সেলিম সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আগামী ২৪ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ৮ম আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআই-২০২৫ এর আনুষ্ঠানিকতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত থাকবেন ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী।
আয়োজক কমিটির সদস্যরা জানান, আন্তর্জাতিক সম্মেলনটির মূল উদ্দেশ্য প্রযুক্তি, গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন। এছাড়া বৈজ্ঞানিক উন্নয়ন বিষয়ে দেশ-বিদেশের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও মতবিনিময়ের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা। একই সাথে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে একটি সুদৃঢ় ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা।
সম্মেলনে চারটি প্রধান ট্র্যাক- আর্কিটেকচার সিভিল এন্ড এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং; কেমিক্যাল, পেট্রলিয়াম এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং; ইলেক্ট্রিক্যাল, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। চারটি ট্র্যাকের আওতায় বিশ্বের আটটি দেশ-অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ-থেকে গবেষক ও শিক্ষাবিদরা মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেন।
প্রাপ্ত সারসংক্ষেপগুলোর ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রসমূহ উপস্থাপনের জন্য সম্মেলনে মোট ৬৩টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন। সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রসমূহ জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশানের (জেইআরআইই) বিশেষ সংস্করণ এবং স্প্রিঙ্গার কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে শাবির স্কুল অফ অ্যাপলাইড সায়েন্সস এন্ড টেকনোলোজি অনুষদের আয়োজনে দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক সম্মেলনটি। এবছর অষ্টমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।