ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৩৬, ২৩ এপ্রিল ২০২৫
কুয়েটের চলমান সংকট ও উপাচার্যের পদত্যাগ দাবির প্রতি সংহতি জানিয়ে সিলেটে প্রতীকী অনশন পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি, কুয়েট প্রশাসন স্বেচ্ছাচারিতার মাধ্যমে ৩৭ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট এবং পানি সরবরাহ বন্ধসহ নানা রকম দমনমূলক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, যা শিক্ষার পরিবেশের পরিপন্থী।
প্রতীকী অনশন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠেন। “ভিসির পদত্যাগ চাই”, “ছাত্র নিপীড়ন বন্ধ করো”, “আমাদের অধিকার ফিরিয়ে দাও”—এমন নানা স্লোগান তাঁদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মালেকা খাতুন সারা বলেন, “এটি শুধু কুয়েটের আন্দোলন নয়—এটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্ন। শিক্ষার্থীদের কণ্ঠরোধের বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ।”
এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী নুসরাত জাহান লাবণ্য, আমিরুল ইসলাম, লাহিন তালুকদারসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসন যদি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর কোনো ইতিবাচক সুরাহা না করে, তবে আগামীতে দেশব্যাপী আরও বৃহৎ পরিসরে কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।