ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৩:৫৮, ২৩ এপ্রিল ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।
বুধবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই অনশন শুরু করেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার, গণিত বিভাগের হাফিজুল ইসলাম এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের রাশিদ আবরার।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিল। একসময় তারা আমরণ অনশনে যান। অনশনের ৪০ ঘণ্টা অতিবাহিত হলেও কুয়েটের ভিসি পদত্যাগ না করে বরং বলছেন, মেজরিটি শিক্ষার্থীরা নাকি আন্দোলনের বিপক্ষে অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে আমরা শাবিপ্রবিতে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছি। যতক্ষণ না কুয়েটের ভিসি পদত্যাগ করছেন, ততক্ষণ আমাদের অনশন চলবে।”