ব্রেকিং
সিকৃবি সংবাদদাতা:
প্রকাশ: ১৩:৫৩, ২৬ এপ্রিল ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথমবারের মতো বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিকৃবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় একটি র্যালী প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে বের হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস পদক্ষিণ করে টিএসসির সম্মুখে শেষ হয়।
র্যালী শেষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রফেসর ড. মো: শাখাওয়াত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, বিশ্ব আইপি দিবসে উদ্ভাবনের ছন্দ অনুভব করতে হবে। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির শক্তিকে আলিঙ্গন করতে হবে। উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, কৃষিপ্রযুক্তি উদ্ভাবন, সংরক্ষণ ও বিস্তারে কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি সরকারি ও বেসরকারি সহযোগিতায় গবেষণাকে এগিয়ে নিতে গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।