ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৮:৩০, ২৮ এপ্রিল ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা সভাপতি রাহাত জামান ও সেক্রেটারী নাইম সরকার কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা স্বত্তেও মানববন্ধন ও মিছিল করে শাখা ছাত্রদলের কর্মীরা। এতে নেতৃত্ব দেয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। অনুমতি না থাকলেও দলীয় ব্যানারে কর্মসূচি পালন করায় সমালোচনা দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে।
এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির শাবিপ্রবি শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আমরা শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তাদের দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এর জন্য তাদের কে এ নোটিশ দেয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে তাদের।
উল্লেখ্য, শাবিপ্রবিতে সাময়িকভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন নিষিদ্ধ। কিন্তু এ নির্দেশ অমান্য করে শাবিপ্রবি শাখা ছাত্রদল গত ৮ ও ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যনারে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।