ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ঢাকা বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার,দুজনের সদস্যপদ স্থগিত

প্রকাশ: ১৮:৩৮, ১৪ জুন ২০২১

ঢাকা বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার,দুজনের সদস্যপদ স্থগিত

ঢাকা বোট ক্লাবের কার্য নির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা করেছে। এ ছাড়া আরও দুজনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

সোমবার ক্লাবটির সচিব অবসরপ্রাপ্ত লে. কমান্ডার মো. তাহসিন আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবং নাসির উদ্দিন মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।’ 

যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম। ঘটনাটি তদন্ত করতে একটি কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ (সোমবার) বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় নাসিরকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন।’

এতে বলা হয়, ‘নাসির উদ্দিন মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভিতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী।’

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন