ব্রেকিং
প্রকাশ: ১৩:০৮, ৯ মার্চ ২০২৩
সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ঘিরে সক্রিয় দুই অভিভাবক আরিফ-মুক্তাদির
* কাউন্সিলর ১৯১৭, সভাপতি পদে নবীন-প্রবীণের লড়াই, সম্পাদক পদে একই ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী
সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (১০ মার্চ)। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহানগর সম্মেলন ঘিরে বেশ কিছু দিন থেকেই তোড়জোড় চলছে। নগরীর ২৭টি ওয়ার্ডের মোট ১ হাজার ৯১৭ জন কাউন্সিল ভোটের মাধ্যমে মহানগরের নেতৃত্বে প্রধান ৩টি পদে যথা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তাদের নেতা নির্বাচিত করবেন। ৩টি পদে ৮ জন প্রতিদ্ধন্ধিতা করছেন।
সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ঘিরে জাতীয়তাবাদী শক্তির মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বাসা-বাড়ী ব্যবসা-প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের প্রার্থীদের পক্ষে চলছে সরব প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ৮ প্রার্থী।
এ নিয়ে রীতিমত দুই বলয়ে বিরাজ করছে উত্তেজনা। সভাপতি পদে মুখোমুখি হয়েছেন প্রবীণ ও নবীণ নেতা। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন একই ওয়ার্ডের সাবেক দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলার প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাবেক ৪ ছাত্রনেতা। মনোনয়ন জমা দেয়ার আগেই সভাপতি প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়িয়েছেন ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জনের মধ্যে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতায় আছেন ৪ জন।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ১০টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মহানগর বিএনপির নেতৃত্বে আসতে ৩টি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম-আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তাঁরা হচ্ছেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ ও সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।
সভাপতি প্রার্থী নাসিম হোসাইন বিএনপির সিনিয়র নেতা। দীর্ঘ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলকে পুনর্গঠনে তার অবদান রয়েছে। খন্দকার মুক্তাদিরের আশির্বাদপুষ্ট হওয়ায় তৃণমূলে বেশ সুবিধা পেতে পারেন তিনি। এছাড়া শক্তিশালী প্রার্থী বদরুজ্জামান সেলিম সভাপতি প্রার্থী থেকে সরে যাওয়ায় তিনি বেশ সুবিধা পাবেন বলে মনে করেন নাসিম হোসাইনের সমর্থকগণ।
এদিকে মিফতাহ সিদ্দিকী অপেক্ষাকৃত তরুণ নেতা। গেল কমিটিতে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হওয়ার সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশির্বাদ পুষ্ট হওয়ায় মিফতাহ সিদ্দিকী ইতোমধ্যে একটি নিজস্ব বলয় তৈরীতে সক্ষম হয়েছেন। যে বলয়ে বেশীরভাগ নেতাকর্মী বয়সে তরুণ। সাহস যোগানো সুবক্তা হিসেবে নেতাকর্মীদের কাছে তার একটা স্বতন্ত্র অবস্থান রয়েছে। যা আগামী কাউন্সিলে সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে তার সমর্থকরা মনে করছেন।
সিলেট নগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে শেষ মুহূর্তে সক্রিয় হয়েছেন সিলেট বিএনপি’র দুই অভিভাবক চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিটি মেয়র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। প্রার্থীদের নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন তারা দু’জন। আকার-ইঙ্গিতে দিচ্ছেন সমর্থনও।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমূখ।
সিলেট নিউজ ২৪