ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জামালগঞ্জে ডেবিল হান্টে আওয়ামী লীগ নেতা মতিন গ্রেফতার 

সুনামগঞ্জ (জামালগঞ্জ) সংবাদদাতা:

প্রকাশ: ১৬:০৪, ৫ এপ্রিল ২০২৫

জামালগঞ্জে ডেবিল হান্টে আওয়ামী লীগ নেতা মতিন গ্রেফতার 

সুনামগঞ্জের জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন চৌধুরী (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল মতিন চৌধুরী জামালগঞ্জ সদর ইউনিয়ন এর তেলিয়া গ্রামের মৃত আব্দুর রহমান চৌধুরীর ২য় পুত্র। 

শুক্রবার গভীর রাতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই পঙ্কজ ঘোষ, ছিদ্দিক আহম্মেদ বাবুল, সুপ্রাংশু দে দিলু, আলমগীর হোসেন, এএসআই জিয়াউর রহমান, সুখময় দত্ত, রাজীব কুমার দে সঙ্গীয় ফোর্সসহ জামালগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এব্যাপারে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডেবিল হান্ট হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এ অভিযান চলমান থাকবে ।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন