ব্রেকিং
সুনামগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ: ১৪:১৬, ২১ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব হাসপাতালের কার্যক্রম চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধাসহ দুই দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় বিভিন্ন স্লোগানে তারা হামলার প্রতিবাদ জানান।
আন্দোলনকারী শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার বলেন, চলমান আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।
অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। হাসপাতাল না থাকায় হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানিয়েছি।
এর আগে গতকাল রোববারও শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। ওই সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে বললে কিছু সময় পর শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সরে যান।
গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ করে আসছেন।