ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল নৌকার মাঝির

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৭:২৪, ২২ এপ্রিল ২০২৫

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল নৌকার মাঝির

সিলেটের ফেঞ্চুগঞ্জ বজ্রপাতে জিলান মিয়া নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের পূর্ববাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জিলান একই উপজেলার বাঘমারা পশ্চিমপাড়ার নাসিম মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, জিলান প্রতিদিনের মতো নদীতে নৌকা চালাতে বের হন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এতথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন