ব্রেকিং
প্রকাশ: ২০:০০, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৮, ২৩ এপ্রিল ২০২৫
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূন:নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা, বিশ্বিবদ্যালয় স্থাপন নিয়ে সবধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছেন।
এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দু'দফায় যাচাই-বাছাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হয়েছে। স্থান নির্ধারনের কারণে প্রায় তিন বছর পিছিয়ে যায় শিক্ষাকার্যক্রম। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে অস্থায়ী ভবনে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা দক্ষিণ সুনামগঞ্জ ও জেলা সদরের মধ্যবর্তী স্থানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। ওই জায়গা ৬/৭ কিমি দূরত্বের নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় লোক হঠাৎ করে বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থানান্তরের নতুন দাবি তুলে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অযৌক্তিক এই দাবি প্রকল্প বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন জেলার ৯০ শতাংশ মানুষ।
নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। মানববন্ধনে বক্তারা, দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিব এবং শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি যুবনেতা এমদাদুল হক স্বপনের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন ও ছাতক সমিতি সিলেটের সাধারন সম্পাদক সাদিকুর রহমান সাদিক।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বি জসিম উদ্দিন, আব্দুল গফফার, জহির আহমেদ, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদার, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শাহেল রহমান, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সহ-সভাপতি এম. শুয়েব আহমদ, বদরুল আলম টিপু, রোটারিয়ান নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শিহাব খান, দানিয়েল হাসান, সাবেক সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সৈয়দ জাবেদ, মাষ্টার তালেব হোসেন, রেজওয়ানুল হক, মশিউর রহমান জায়গীরদার মিটু, সাইকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক রিপন আহমদ রিপন, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সাবেক আইন বিষয়ক সম্পাদক এপিপি এডভোকেট রায়হান আহমদ, সাবেক অর্থ সম্পাদক সাইরুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন রুহুল, শামসুল ইসলাম সাপ্তাব, সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, যুব সংগঠক শাহ আলম, সমিতির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সাবেক সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির জীবন, সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন, সিনিয়র সদস্য আব্দুল গফফার, সাইদুল ইসলাম, মইনুল ইসলাম শাহীন, মনজুরুল কবির পাবেল, আলী হোসেন ভুঁইয়া, হেলাল আহমদ, আমির উদ্দিন শিহাব, গীতিকার ছামির আহমদ, দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য তানভীর হাসান মারুফ, হাম্মাদ আজাদ রাহিম, সদস্য নাইম আহমদ, মিহাদ ও সানী প্রমুখ।