ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বিয়ানীবাজারে জেলেদের জালে ১৮২ কেজির বাঘাইড়

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ২১:১০, ২৪ এপ্রিল ২০২৫

বিয়ানীবাজারে জেলেদের জালে ১৮২ কেজির বাঘাইড়

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সুরমা নদী থেকে জেলেদের জালে ১৮২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার বিকেলে মাছটি বিক্রির জন্য বিয়ানীবাজারের চারখাই বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ীরা।

পরে মাছটি কেজি হিসেবে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে । দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা। বিক্রেতারা জানান, পুরো মাছটির দাম নির্ধারণ করা হয়নি। কেজি হিসেবে বিক্রি করা হয়েছে।

এদিকে ১৮২ কেজি ওজনের বড় মাছ দেখতে বাজারে ভিড় জমান উৎসুক মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন