ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১২:৫২, ২৬ এপ্রিল ২০২৫
সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুটি অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২৭ বীর-এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে গোয়াইঘাটের ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে একটি গুদাম থেকে দুই ব্যক্তিকে আটক এবং মিনি ট্রাকসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে নিয়ে আনা বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অন্যদিকে রাত ১০টা ১০মিনিটে ২৭ বীর-এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়।
অভিযানে আটকরা হলেন- গোয়াইনঘাটের লামা ফতেপুর গ্রামের মো. হানিফ আহমদ, নারায়ণপুর গ্রামের জুমান আহমদ।
জব্দকরা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানে জব্দ পণ্যগুলো ৪৮ বিজিবির সিও-এর কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।