ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:

প্রকাশ: ১৬:৩৮, ২৭ এপ্রিল ২০২৫

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইকবাল মিয়া (৩৫) নামের এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রেলগেট সংলগ্ন এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ইকবাল মিয়া কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে ইকবাল শ্বশুরবাড়ি ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে একটি দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ইকবালের পরিচয় শনাক্ত করে।

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, মরদেহটি পাশের ঝোপের মধ্যে ছিল এবং অবস্থা দেখে স্বাভাবিক ট্রেন দুর্ঘটনার চেয়ে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তারা সন্দেহ প্রকাশ করেন যে, এটি হতে পারে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

ইকবালের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে যাতে এটি আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে মনে হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন