ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে দুইজনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৯:৩২, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪৭, ২৮ এপ্রিল ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে দুইজনের মৃত্যু 

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ এবং কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ। তারা পরস্পর আত্মীয় ছিলেন।

পুলিশ জানায়, রাতে স্থানীয়রা উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরের ড্রয়িং রুমে ফরিদ ও রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা জানান নিহত দুজন মাদকসেবী ছিলেন। আমাদের প্রাথমিক ধারণা অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন