ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

পণ্য রফতানিতে ভারত অপরিহার্য নয়, খরচ আরো কমবে

সিলেট থেকে নবদিগন্তে উড়াল দিলো কার্গো ফ্লাইট

খালেদ আহমদ:

প্রকাশ: ২১:০৭, ২৮ এপ্রিল ২০২৫

সিলেট থেকে নবদিগন্তে উড়াল দিলো কার্গো ফ্লাইট

ছবি: এইচ এম শহীদুল ইসলাম

সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বাধীনতার পর আজই প্রথম ঢাকার বাইরে প্রথম কার্গো ফ্লাইট শুরু হলো। এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী প্রদক্ষেপ। ব্যবসায়ীরা ইন্ডিয়ান বিমানবন্দর ব্যবহার করে পণ্য পাঠাতে যে খরচ হতো তার চেয়ে কম খরচে তারা এখন কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন।

রোববার সন্ধ্যায় ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট আনুষ্ঠানিকভাবে যাত্রার পাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠান শেষে রাত ৮টা ১০মিনিটি ওয়াটার ক্যানন স্যুালুট দিয়ে প্রথম ইউরোপ কার্গো ফ্লাইটকে বিদায় জানানো হয়।

তিনি বলেন, যখন আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল তখন প্রধান উপদেষ্টা আমাকে বলেন এব্যাপারে কী করণীয় আমি সবার সাথে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে বলি ইনশাআল্লাহ বিকল্প ব্যবস্থা করে পণ্য বিদেশে পাঠাব। এবং ভারতের চেয়ে কম খরচে পাঠাতে পারবো। আমাদের এই উদ্যোগ খুব অল্প সময়ই বাস্তবায়ন করতে যাচ্ছি। যে পরিমাণ ভাড়া দিয়ে ইন্ডিয়ান এয়ারপোর্ট ব্যবহার করে আমরা বিদেশে পণ্য পাঠাই তার চেয়ে ৩৭ শতাংশ কম খরচে আমরা পণ্য পাঠাতে পারবো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। স্বাগত বক্তব্য রাখেন এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ।

বানিজ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে আরো বলেন, একত্রে মিলে কাজ করলে যে সফল্যা পাওয়া যায় কার্গো ফ্লাইট চালু হচ্ছে এর একটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে লাভজনক প্রদক্ষেপ। এক্ষেত্রে সহযোগিতা করার জন্য মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের সর্বক্ষেত্রে সক্ষমতা বেড়েছে। আমরা আজকে যে সাফল্য অর্জন করলাম, এটি কোন ভাবেই গন্তব্য নয়, এটি একটি যাত্রা। ফ্যাসিস্ট সরকারের অনেক দায় আমাদের নিতে হচ্ছে, দায় পরিশোধ করতে হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মুশফিকুল ফজল আনসারী বলেন, সিলেটবাসীর প্রাণের দাবি ছিল একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের। সিলেটবাসী এই দাবি নিয়ে হরতাল পর্যন্ত করেছেন। সিলেটবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলেন। আজকে কার্গো ফ্লাইটের যে যাত্রা শুরু হলো এটি অব্যাহত থাকলে সিলেটবাসী উপকৃত হবেন। সিলেটে উন্নয়নের নামে যে কর্মজ্ঞ হয়েছিল তাতে লুটপাটের মহোৎসব হয়েছে। বর্তমান সরকার সেই লুটপাটের রাস্তা বন্ধ করে দিয়েছে। 

তিনি বলেন, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে যাই। একসময় এই মালামালগুলো অন্যদেশে গিয়ে এই বিমানের কার্গো হতো। কিন্তু এখন আর অন্যদেশে যেতে হবেনা, আমরা নিজেদের দেশ থেকেই কার্গো পাঠাবো। আমি আশা করি আপাতত সিলেট থেকে সপ্তাহে অন্তত ২টি কার্গো ফ্লাইট চালু হবে। তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক মাহদ্রক্ষণে স্বাক্ষী হতে আমি এখানে উপস্থিত হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, সিলেটবাসীর দাবি ছিল বিশ্বের সব দেশে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু করার। এটি আজ বাস্তাবায়ন হলো। সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ার ফলে ঢাকার উপর চাপ কমে যাবে।

সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া বলেন, আজ দেশের রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হলো। এর মাধ্যমে দেশের রাপ্তানিখাতে যুগান্তকারী উন্নতি হবে। আপাতত সিলেট থেকে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট যাবে। আমরা ধীরে ধীরে এটি আরো বাড়াবো ইনশাআল্লাহ।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সরাসরি কার্গো ফ্লাইট চালু আমাদের জন্য একটি আনন্দের বিষয়। বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সহ সবধরনের সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রফতানি ফ্লাইট চালুর জন্য ওসমানী বিমানবন্দরকে বেছে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এফবিসিসিআই'র সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, যমুনা ওয়েল লিঃ এর পরিচালক সালেহ আহমদ খছরু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমূখ। 

উল্লেখ্য, সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরিপ্রেক্ষিতে রফতানি বাণিজ্য সচল রাখতে এবং বিকল্প রুট খুঁজে পেতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা হচ্ছে, এর ফলে ট্রান্সশিপমেন্ট বন্ধের কারণে যে অতিরিক্ত রফতানি খরচের আশঙ্কা দেখা দিয়েছিল তা অনেকাংশে কমে যাবে। এই কার্গো ফ্লাইট ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিয়ে বাংলাদেশের রফতানি বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করেছে। পণ্য নিয়ে এই কার্গো ফ্লাইট সরাসরি স্পেনে পৌছাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন