ব্রেকিং
প্রকাশ: ১৪:১১, ১৫ জানুয়ারি ২০২৩
নেপালে রোববার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ারলাইন্সের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, ‘বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু রয়েছেন, উদ্ধার কাজ চলছে, আমরা এখনই জানি না কেউ বেঁচে আছে কি না।’
দেশটির অন্যতম পর্যটন নগরী পোখারার আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ক্রুসহ ৭২ জন ছিলেন। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
ইয়েতি এয়ারলাইন্স জানিয়েছে, কাঠমাণ্ডু থেকে পোখারাগামী ৯এন এএনসি এটিআর৭২ বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। বিমানের ক্যাপ্টেন ছিলেন কামাল কেসি। স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। চারজন ক্রুর মধ্যে দুই জন পাইলট এবং দুইজন বিমানবালা।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, 'আমরা এখনও জানি না কেউ বেঁচে আছে কিনা।' বিমান বিধ্বস্তের পর বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। সরকারি কর্তৃপক্ষ বলছে, তারা ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টায় নিরাপত্তা কর্মীদের মোতায়েন করেছে। হতাহতের বিস্তারিত এখনও জানা যায়নি।
নেপালে বিমান দুর্ঘটনা খুবই সাধারণ। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটই নয়, একাধিক বিদেশি বিমানের সেখানে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি গুরুতর বিমান বিপর্যয় ঘটেছে।
গত ৩০ বছরে নেপালে প্রায় ৩০টি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। পোখারা বিমান দুর্ঘটনার আগে সবচেয়ে সাম্প্রতিক তারা এয়ারের একটি বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।
সিলেট নিউজ ২৪