ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

সিলেটে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ’এ প্লাস’ ক্যাপসুল

প্রকাশ: ১৬:১৭, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৮:২৬, ১৩ মার্চ ২০২৫

সিলেটে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ’এ প্লাস’ ক্যাপসুল

আগামী শনিবার সিলেট জেলার ২,৪১৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪,০০২ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩,৫৯,৫২৬ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, শিশুর সুস্থ বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক এবং ডায়রিয়াজনিত মৃত্যু কমাতে কার্যকর।

সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ মার্চ সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন আরও জানান, শিশুর অপুষ্টিজনিত সমস্যা কমাতে এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সবাইকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। ক্যাম্পেইন চলাকালে অভিভাবকদের সচেতন থাকতে এবং শিশুদের সঠিকভাবে ক্যাপসুল খাওয়াতে অনুরোধ করা হয়েছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুর মৃত্যু হার কমানো এবং সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন