ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ঈদের ছুটি একদিন বাড়িয়ে টানা ৫দিন ছুটি

প্রকাশ: ১৬:২৪, ১৯ জুন ২০২৩

ঈদের ছুটি একদিন বাড়িয়ে টানা ৫দিন ছুটি

ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭শে  জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা। ফলে একদিন (২৭শে জুন) ছুটি বাড়ানো হয়েছে। এতে এবার ঈদে আগামী ২৭ শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।  

আগামী ২৯শে  জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এর আগে ঝামেলাহীন যাতায়াতের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন (২৭শে  জুন) বাড়ানোর সুপারিশ করে।

সিলেট নিউজ ২৪

আরও পড়ুন