ব্রেকিং
প্রকাশ: ১৭:২৭, ১৯ জুন ২০২৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তার আগে সরকারকে পদত্যাগ, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরার সুযোগ সৃষ্টি, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা লাখ লাখ মামলা প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে রাজপথেই ফায়সালা করা হবে।
তিনি বলেন, আমাদের এ লড়াই শুধু বিএনপির নয়; এটা সারা দেশবাসীর। এ লড়াইয়ের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সংসদ বিলুপ্ত ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা। এখন আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। আর মিথ্যা মামলায় সাজা দেওয়া খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আসার সুযোগ সৃষ্টি করা।
সোমবার বিকালে বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তারুণদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সবক্ষেত্রে এ সরকার ব্যর্থ দাবি করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা (আওয়ামী লীগ) নিজেরা কি করে তাও জানে না। শুধু আমাদের ওপর ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। ১২ বছরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। ভারত সব গেট খুলে দিয়েছে। আবারো দেশে বন্যা হবে।
মির্জা ফখরুল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের অবস্থা ভয়াবহ। দেশ খাদের কিনারে রয়েছে; ধাক্কা দিলেই পড়ে যাবে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণআন্দোলনে তরুণ-যুবকরা সফল করেছে। তাই আগামী দিনে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তরুণদের সামনে থাকতে হবে।
বিশেষ অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা ওয়াদা করছি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ঘরে ফিরে যাবো না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না। এর আগে খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বক্তব্য রাখেন।
সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এদিকে তারুণ্যের সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা থেকে শত শত নেতাকর্মী দলীয় ও জাতীয় পতাকা হাতে স্লোগানসহকারে বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে উপস্থিত হন। মাঠে স্থান সংকুলান না হওয়ায় তাদের পাশে পৌর পার্ক ও বিভিন্ন সড়কে অবস্থান নেন।
সভামঞ্চে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়। চেয়ারে দুজনের ছবি রাখা হয়েছিল।
এছাড়া বিএনপির সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জিরোপয়েন্ট সাতমাথায় অবস্থায় নেয়। সেখানে বিপুলসংখ্যাক পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর ছিলেন।
বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে এসে ‘হৃদরোগে’ আজিজুল হাকিম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, আজিজুল হাকিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। তিনি কয়রা ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তিনি সোমবার বিকালে বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগ দেন। বিকাল ৩টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, আজিজুল হাকিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসে সিরাজগঞ্জের যুবদল নেতা আজিজুল হাকিম হৃদরোগে মারা গেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সিলেট নিউজ ২৪