শিরোনাম
প্রকাশ: ১৮:৪২, ১১ নভেম্বর ২০২৩
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ দিন পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ী সভাস্থলে জনারণ্যে পরিণত হয়েছে। পুরো মাঠ এবং আশেপাশের এলাকায় মানুষ আর মানুষ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় রয়েছেন তারা।
কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাতারবাড়ীতে আসছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত গাড়ি কিংবা পিকআপে চড়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন করেছেন ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেললাইন প্রকল্পের।
মাতারবাড়ীতে আরও ১৩টি প্রকল্পের উদ্বোধন করেন। যে উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫৩ হাজার কোটি টাকা। একই দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের কাজ।
১৩টি প্রকল্পে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতারবাড়ী ১২ শ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্ত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গর্ডার ব্রিজ নিমার্ণ, কক্সবাজার সদরের খাল লাইনিং এপ্রোচ রোড ও ব্রিজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি, শিক্ষা মন্ত্রণালয়ের চারটি, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্প।
ভিত্তিপ্রস্তর স্থাপন- ৬৭ কোটি টাকার টেকনাফ মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার, রামুর নন্দাখালী ১৮৪ মিটার আর্চ আরসিসি গার্ডার ব্রিজ নিমার্ণ, প্রাথমিক বিদ্যালয় সমুহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প ও প্রধানমন্ত্রী মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। এরপর জনসভা মঞ্চে ভাষণ প্রদান করবেন।
সিলেট নিউজ ২৪