ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

চতুর্থ দফা অবরোধ

অবরোধের আগের রাতে রাজধানীতে এক ঘণ্টায় ৪ বাসে আগুন

প্রকাশ: ১৮:৫৫, ১১ নভেম্বর ২০২৩

অবরোধের আগের রাতে রাজধানীতে এক ঘণ্টায় ৪ বাসে আগুন

বিএনপি ও তার মিত্র দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের আগের রাতে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিটের মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ২০ মিনিট সার্কুলার রোডে নটর ডেম কলেজের সামনে, ১০ মিনিট পর রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, আধাঘণ্টা পর গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ও সবশেষ রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে মোট চারটি যাত্রীবাহী বাসে আগুনের খবর খবর পায় ফায়ার সার্ভিস।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় দলটি। তাদের সঙ্গে একই কর্মসূচি দেয় জামায়াত ও তাদের মিত্রদলগুলো। 

হরতালের পরদিন ২৯ অক্টোবর থেকে তিন দিন সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলো।

দ্বিতীয় দফায় ফের ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার একই কর্মসূচি পালন করে তারা। মাঝখানে এক দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি ও তার মিত্রদলগুলো। 

এরপর ছুটির দিন শুক্র ও শনিবার বিরতি দিয়ে রবিবার (১২ নভেম্বর) থেকে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি, জামায়াত ও তাদের মিত্রদলগুলো।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন