ব্রেকিং
প্রকাশ: ১৬:৫৩, ১৩ মার্চ ২০২৫
ছবি-সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফরে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত: চীনের হাইনান প্রদেশে আগামী ২৫-২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন হবে। এ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত ২০-২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন ড. ইউনূস।