ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

দক্ষিণ সুরমায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনে ইউএনও ঊর্মি রায়

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে

দক্ষিণ সুরমা সংবাদদাতা

প্রকাশ: ১৭:৪৯, ২২ এপ্রিল ২০২৫

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির মুল চালিকা শক্তি কৃষি। কৃষি উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।দেশের উন্নয়ন ও খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে  বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। 

তিনি মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা চত্বরে ফ্রিপ'র অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তর দক্ষিণ সুরমা আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। দেশের অনাবাদি জমি ফসলে রূপান্তরিত করতে হবে। ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পালের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার দীপংকর সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশীদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আব্দুল মুন্তাকিম, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বদরুন্নাহার বিউটি, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার জাহাঙ্গীর আরিফ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি  আশরাফুল ইসলাম ইমরান। 
 

উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা উদ্ভোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং ষ্টল মালিকদের সাথে কথা বলেন। 

২০২৫ সালের তিন দিন ব্যাপি এ মেলায় ১৯টি স্টলে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনসহ নানা নিয়মাবলির লিফলেট প্রদর্শনসহ কৃষি কাজের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন