ব্রেকিং
প্রকাশ: ০০:৫৪, ১৮ নভেম্বর ২০২২
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সম্মিলিত পেশাজীবি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক নির্বাচিত হওয়ায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে নবনির্বাচিত সদস্য সচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।
বৃহস্পতিবার রাতে সিলেটের হলিসাইট হোটেল বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি সিলেট এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার আহ্বায়ক ডা: শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা: মো. শাহনেওয়াজ চৌধুরী সঞ্চালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক ডা: এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে পেশাজীবীদের বিরাট ভূমিকা রয়েছে।
পেশাজীবীদেরকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা হবে। পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে বাসযোগ্য বাংলাদেশ গড়তে সকলকে প্রতি আহবান জানান। তিনি সিলেট বিভাগে সকল পেশাজীবীদের নিয়ে একটি বিভাগীয় মহাসমাবেশ করার আশা ব্যক্ত করেন ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ আবেদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ, এডভোকেট আশিক উদ্দিন, কৃষিবিদ ড. জসিম উদ্দিন, ড. আতাউর রহমান, ড. সিদ্দিকুল ইসলাম, ড.মোজাম্মেল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাজেদুল করিম, প্রফেসর ড. আশরাফ উদ্দিন, ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, প্রফেসর ডা. কাজী আখতার উদ্দিন, ডা. মাসুকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংবাদিক বদরুদ্দোজা বদর, সাংবাদিক খালেদ আহমদ, এডভোকেট আল আসলাম মমিন প্রমুখ।
সিলেট নিউজ ২৪