ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

রাষ্ট্র মেরামত করতে ২৭ দফার বিকল্প নেই- ডা: জাহিদ হোসেন

প্রকাশ: ১৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

রাষ্ট্র মেরামত করতে ২৭ দফার বিকল্প নেই- ডা: জাহিদ হোসেন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর  ডা: জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যে গভীর গর্তের মধ্যে পড়েছে, সেই গর্ত থেকে দেশকে উদ্ধার করে রাষ্ট্র মেরামত করতে হবে। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ভেঙে ফেলেছে। জন্য রাষ্ট্র মেরামত করতে হবে।দেশকে গভীর গর্ত থেকে তুলে আনতে হলে ২৭দফার বিকল্প নেই।

 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগেরাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা বিশ্লেষণশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শুক্রবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির বার হলে পরিষদের সিলেট জেলা আহবায়ক প্রবীণ পেশাজীবী নেতা ডা: শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা: মো: শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী।

 

প্রধান অতিথি ডা: জাহিদ বলেন, দেশকে বাঁচাতে হলে জনগণের সঙ্গে কিছু ওয়াদা দিতে হবে। সেটাই করেছেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা দিয়ে তারেক রহমানের নেতৃত্বের যোগ্যতা অনেক উপরে স্থান পেয়েছে। আজ বিএনপির ২৭দফার রূপরেখা বাস্তবায়ন না হলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না।

মানুষের মনের সব প্রশ্নের উত্তর রূপরেখার মধ্যে তুলে ধরা হয়েছে জানিয়ে ডা: জাহিদ বলেন, এই রূপরেখা এমন একটি রূপরেখা, যা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষের মনের প্রত্যাশার প্রতিফলন এই রূপরেখার মাধ্যমে ঘটেছে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ আলোকে বিএনপি রাষ্ট্র রূপান্তর মূলক সংস্কারের পরিকল্পনা করছে। তিনি বলেন ,শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে আন্দোলন চলবে আরও নতুন কর্মসূচি আসবে। এর মাধ্যে ১০ দফা আদায় ২৭ দফা বাস্তবায়ন করে  বাংলাদেশের মানুষ তার মালিকানা, ভোটাধিকার, আইনের শাসন জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। বিএনপির ২৭ দফা আন্দোলনের একটি অংশ। বাংলাদেশের মানুষের একটাই দাবি সরকারকে বিতাড়িত পতন করা।

 

প্রধান বক্তার বক্তব্যে কাদের গণি চৌধুরী বলেন, বিএনপি সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ নেশনের কথা বলছে। কারণ গত দেড় দশকে জাতিকে বিভাজিত করা হয়েছে বিভিন্ন ধোয়া তুলে। বিএনপি জাতিকে ঐক্যবদ্ধ করতে রেইনবো নেশনের পরিকল্পনা করেছে। এখানে সবাই সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোনো বৈষম্য থাকবে। ১৬ কোটি নাগরিক হিসেবে মুসলমান যে সুযোগ পাবেন  ২৬৩ জনের ক্ষুদ্র নৃগোষ্ঠি মং সম্প্রদায়ের নাগরিকরাও একই সুযোগ পাবেন।

তিনি বলেন,   ‘ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে উদ্ধারের জন্য বিএনপির ২৭ দফা। সত্যি কথা বলতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা পাওয়ার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া রূপরেখা নিয়ে আওয়ামী লীগ যে বিরোধিতা করবে, তার কিছুই এখানে দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা বিরোধিতা করার মতো কোনো ভাষা আওয়ামী লীগ খুঁজে পায়নি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা . এনামুল হক চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর যুগ্ম মহাসচিব প্রফেসর . গোলাম হাফিজ কেনেডি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতা সিদ্দিকী ,আয়োজক কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন জেলা বিএনপির সাংগঠানক সম্পাদক শামীম আহমদ।

আলোচনায় অংশ নেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, প্রফেসর . সাজেদুল করিম, প্রফেসর .মো. মোজাম্মেল হক, প্রফেসর . আতোয়ার রহমান, প্রকৌশলী . মোহাম্মদ ইকবাল, এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, ডাক্তার শিব্বির আহমদ শিবলী, শিক্ষক নেতা মনিরুল ইসলাম, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক খালেদ আহমদ।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন