ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

সিসিকের সহযোগিতায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ: ১৯:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

সিসিকের সহযোগিতায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সন্তানদের সুশিক্ষিত, আদর্শবান, মানবকিভাবে গড়ে তুলতে পিতা-মাতা, পরিবারের সদস্যদের গুরুতপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অতিরিক্ত আধুনিকতার দিকে না ঝুকে পারিবারিক বন্ধন সূদৃঢ় করতে হবে।

তিনি বলেন, কমপক্ষে নিজের সন্তানদের সপ্তাহে একদিন সময় দিন। তাদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে হলে পারিবারিক, নিজ নিজ ধর্মের শিক্ষা প্রদান করেন। তিনি আরও বলেন, মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় না করে সন্তানদের সময় যাতে তারা শারীরিক ও মানসিকভাবে গড়ে উঠতে পারে।

তিনি রবিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও সিসিকের সহযোগিতায় শিক্ষা বৃত্তি প্রদান ও সাবেক কোষাধ্যক্ষ মরহুম সিএম মারুফ, ইকবাল মনসুরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনেরে উপদেষ্টা আতাউর রহমান আতা ও আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেনে সংগঠনেরে সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন এবং নির্বাহী সদস্য  আব্দূল বাতিন ফয়সল।


এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, নির্বাহী সদস্য মামুন হাসান, সংকর দাস, আনিস মাহমুদ, সদস্য আনিস রহমান, এস সুটন সিংহ, জাবেদ আহমদ, বিলকিছ আক্তার সুমি, ইকবাল মুন্সি, বেলায়েত হোসেন, শাহ মোহাম্মদ কয়েস আহমদ, রতœা আহমদ তামান্না, নুরুল ইসলাম (১), নুরুল ইসলাম (২), এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, পল্লাব ভট্যাচার্য, মোহাম্মদ আজমল আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনেরে সহযোগি সদস্য আব্দুল খালিক।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন