শিরোনাম
প্রকাশ: ১৭:১৫, ১ আগস্ট ২০২৩
ইউট্যাব শাবিপ্রবির কমিটি গঠন:: সভাপতি ড. সাজেদুল করিম, সাধারণ সম্পাদক ড. খায়রুল ইসলাম রুবেল
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউট্যাব) এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা গঠন করা হয়েছে।
শাবি'র অধ্যাপক ড. মো: সাজেদুল করিমকে সভাপতি ও অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছেন ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ১ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নবগঠিত ইউট্যাব শাবিপ্রবি কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন - সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও অধ্যাপক মো: মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহ: মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক ড. মো: সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ড. মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক অধ্যাপক মো: আশরাফ সিদ্দিকি। সদস্যরা হচ্ছেন : অধ্যাপক ড. মো: আব্দুর রহিম, অধ্যাপক ড. মাহবুবুর রশীদ, অধ্যাপক ড. ফয়সল আহম্মদ, অধ্যাপক ড. সালমা আখতার, অধ্যাপক ড. আশ্রাফুল করিম, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. মাসুদ আলম, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. বশিরুল হক, অধ্যাপক সাবিহা আফরিন, মো: মতিয়ার রহমান, সাঈফ আহমেদ, সৈয়দ তৌফিক মাহমুদ হাসান, ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার ও সোবহানা তানজিম আতিক।
সিলেট নিউজ ২৪