ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ইবনেসিনা হাসপাতালের ইফতার মাহফিল 

তাকওয়াবান তৈরী করে মাহে রমজান: মাওলানা হাবিব

প্রকাশ: ১৬:৪৯, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ১৩ মার্চ ২০২৫

তাকওয়াবান তৈরী করে মাহে রমজান: মাওলানা হাবিব

সিলেটের সুধীজনদের সম্মানে ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে  মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সারওয়ার ইসলাম চৌধুরীসহ সিলেটের বিচার বিভাগ, আইন বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন সিলেট, সিলেট জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষকমন্ডলী, সিনিয়র আইনজীবী, সিনিয়র সাংবাদিক, সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়।

হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আলেমে দ্বীন মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাসপাতালের এজিএম  (হেড অব বিজনেস এন্ড ডেভলেপমেন্ট) মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন আলেমে দ্বীন মাওলানা শায়েখ আব্দুস সালাম আল-মাদানী ও নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব নুরুজ্জামান আল-মাদানী।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, সিলেটবাসীর প্রিয় প্রতিষ্ঠান ইবনেসিনা হাসপাতাল। এই হাসপাতালের দাওয়াতে আপনারা শত ব্যস্ততার মধ্যে ইফতার মাহফিলে এসেছেন এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান মানুষ তৈরী করতে হবে, আর তাকওয়াবান মানুষ তৈরী করে মাহে রমজান।

ইফতার মাহফিলে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন