ব্রেকিং
প্রকাশ: ১৯:৩৪, ১৩ মার্চ ২০২৫
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট শাখার এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ দি লাক্সারী হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা: শামিমুর রহমান ও পরিচালনা করেন সদস্য সচিব প্রফেসর ডা: শাহনেওয়াজ চৌধুরী।
সভায় আলোচনাক্রমে আগামী ২১ মার্চ শুক্রবার (২০ রমজান) বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থান পরিবর্তীতে নির্ধারণ করা হবে।
আলোচনায় অংশ নেন প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর ড. মো: মোজ্জামেল হক, প্রফেসর ড. মোজ্জামেল হক (সিকৃবি), প্রফেসর ড. শাহ মোহাম্মদ আতিকুল হক, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরপদার, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম, ডা: জামিল আহমেদ, কৃষিবিদ আনোয়ার হোসেন প্রমূখ।