ব্রেকিং
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
প্রকাশ: ১৯:১৬, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:১৭, ২৭ মার্চ ২০২৫
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃ্হস্পতিবার (২৭ মার্চ) মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে মধ্যনগর ও তার পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও ১ম যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, মমিনুল হক বেনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, মো. ইনামুল গণি রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক মো. গোলাম সইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পী হাসান প্রমূখ।