ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দিরাই সংবাদদাতা:

প্রকাশ: ২০:০৭, ১৬ এপ্রিল ২০২৫

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দিরাই উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং পরিচালনা করেন ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।  

সভায় আহ্বায়ক কমিটির ২১ সদস্যের মধ্যে ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার ৯টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। একইসঙ্গে ঘোষণা করা হয়, এখন থেকে বিএনপির সকল কর্মসূচি একসঙ্গে ও একই ব্যানারে পালিত হবে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম কামরুজ্জামান মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী এবং অন্যান্য মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে একটি শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়।  

এছাড়াও বিগত আন্দোলন-সংগ্রামে প্রাণ হারানো নেতাকর্মীসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  

সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দিরাই-শাল্লার সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।  

সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, কবির মিয়া, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া, আব্দুর রশিদ চৌধুরী, আব্দুল কাইয়ুম। 

এছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য সদস্য শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পংকজ দাস, শোয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাঈদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মো: নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও সুকেশ দাস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন