ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা

আবারো আলোচনায় আকতার, এবার সদস্য সচিব অব্যাহতি দিলেন আহ্বায়ককে

প্রকাশ: ২০:৩৮, ১৭ এপ্রিল ২০২৫

আবারো আলোচনায় আকতার, এবার সদস্য সচিব অব্যাহতি দিলেন আহ্বায়ককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদকে।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা হয়। হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আকতার হোসেন  তিন নাম্বার আসামী। পরদিন সকালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সাপোর্দ করলে আদালত প্রথমে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে চার ঘন্টার পর তিনি আবার জামিন লাভ করেন। 

সিলেট জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার আহ্বায়ক আকতার হোসেনকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কাজ হতে অব্যাহতি দেওয়া হলো। মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম করা থেকে বিরত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কাজ করবেন সিলেট জেলার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদ।

সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, ‘জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। জেলা কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদ এখন থেকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।’

তবে এই সিদ্ধান্ত মানতে রাজি নন আকতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, আমাকে অব্যাহতি দিতে হলে যারা কমিটি গঠন করেছেন সেই কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত আসতে হবে। সংগঠনের সদস্য সচিবের স্বাক্ষরে আহ্বায়ককে অব্যাহতি দেয়ার এখতিয়ার নেই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন