ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

চা-শ্রমিকদের মানবেতর জীবনযাপন

এক মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি এনসিপি’র

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৬:০১, ১৯ এপ্রিল ২০২৫

এক মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি এনসিপি’র

চা-শ্রমিকদের বকেয়া বেতন ভাতা আগামী এক মাসের মধ্যে পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং নেতা  শিব্বির আহমদ।

শুক্রবার সন্ধ্যায় চা শ্রমিকদের  সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, টাকার অভাবে চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জীবনযাত্রার মান অনেক বেশি কষ্টকর হয়ে ওঠেছে। তাদের মানবতার জীবনযাপন দেখে আসার এবং প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। যদি আগামী একমাসের মধ্যে বেতন ভাতা দিতে ব্যর্থ হন তাহলে সিলেট জেলা প্রশাসকের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেটে জেলার নেতা সংগঠক ফয়সাল আহমদের সভাপতিত্ব অনুষ্টিত মতবিনিময় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী, সৈয়দ মো: সোহরাব হোসেন, মিজানুর রহমান আকন্দ, কেন্দ্রীয় কমিটির সংগঠক ইন্জিনিয়ার জীবন হাওলাদার, লুকমান আহমদ হৃদয়, মুঈনুদ্দিন উদ্দিন আহমদ, সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠক মাহবুব রহমান, সজল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদ, শেখ জামাল। চা  শ্রমিকদের মধ্যে পক্ষে বক্তব্য রাখেন ধরণী দাস, কুমারী মুখার্জি, মুকন্দ দাস প্রমুখ।

সভায় চা-শ্রমিক মকলকন্দ দাস তার বক্তব্যে বলেন, তাঁরা বিগত কয়েক মাস থেকে বেতন ভাতা কিছু পাচ্ছেন না।  শিক্ষা চিকিৎসা সবখানে মানবতার জীবনযাপন করছেন তাদের জীবন যাত্রার মান অনেক বেশি কষ্টকর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকবে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার চেষ্টা করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন