ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ছাত্রদল নেতা পারভেজ হত্যায় স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ২১:৩২, ২০ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতা পারভেজ হত্যায় স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’র নিন্দা

ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের প্রকাশ্যে নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে‌ 'স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস'।

রোববার (২০ এপ্রিল) একপ্রেস বিজ্ঞপিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ-কে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, যা এক ভয়ংকর, অমানবিক এবং সভ্যতাবিরোধী ঘটনা।

নেতৃবৃন্দরা আরো বলেন, পারভেজ ছিলেন একজন সচেতন, প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা—যিনি সমাজে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখতেন। তাকে প্রকাশ্যে হত্যা করার এই ঘটনা আমাদের মৌলিক মানবাধিকার, শিক্ষার্থীর নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি, আমরা সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি—রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে একটি মানবিক, নিরাপদ এবং গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

আমরা ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিও জোরালোভাবে জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন কারো জীবনের ঝুঁকির জায়গা না হয়, তা নিশ্চিত করতে হবে এখনই।

'স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস' বিশ্বাস করে, প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচার পাওয়ার অধিকার আছে। জাহিদুল ইসলাম পারভেজের এই নির্মম মৃত্যু সেই অধিকারের ওপর সরাসরি আঘাত করেছে।

আমরা দেশের সকল মানবাধিকার সংগঠন, ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের এই ঘটনার বিরুদ্ধে একত্রিত হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন