ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৯:৫১, ২১ এপ্রিল ২০২৫

জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন

জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শহরতলীর এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ সিলেট জেলার যুগ্ম আহবায়ক মো: আমির আলী।

সদর জিয়া মঞ্চ নেতা জামাল উদ্দিন ও সাহেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো: সাহেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: মস্তাক আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ বেলাল, দুলাল আহমদ, জেলার সদস্য আশিকুর রহমান আশিক, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মতি, শাহপরান থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা ইউনুছ আলী, সাবেক ছাত্রদল নেতা সাদেক আহমেদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক যুবদল নেতা জামাল উদ্দিনকে আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা সাহেদ আহমদকে সদস্য সচিব এবং ডাঃ মো: আহাদ আহমদকে জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক করে জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলার ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, যুগ্ম আহবায়ক আব্দুস সাহিদ, ফেরোজ আলী, ফারুক আহমদ, মো. দবির আহমদ, মো. উকিল মিয়া, সুনু মিয়া, শামিম আহমদ, সাইফুল আলম, মো. আব্দুল কাইয়ুম, মো. নজরুল ইসলাম, মো. জামাল আহমদ, সারওয়ার আহমেদ, মো. হারুন উর রশিদ, মো. সুহেদ আহমদ, ইমাম হোসেন চৌধুরী অভি, মো. শফিক উদ্দিন, মো. ফাহিম আহমদ, মোহাম্মদ আব্দুল গনি, সদস্য মো. গৌছ মিয়া, সামছু মিয়া, শফিকুল ইসলাম বাবুল, মো. আরিফ আহমদ, মো. বাবুল মিয়া, মো. আরিফ হাসান, আলমগীর আহমদ, সজিব আহমদ বাবলু, ওমর ফারুক, মো. সবুজ আলী, মো. রহিম উদ্দিন, শাহিন আহমেদ, মোস্তাক আহমদ, বিলাল মিয়া, মো. তৌহিদুল ইসলাম ইমন, গিয়াস, সমসাদ মিয়া, মো. ইউসূফ আলী, কাজী সাইফুল ইসলাম, এবাদুর রহমান, জামাল আহমদ, মো. সেবুল আহমদ, মোহাম্মদ আলী, কলমদর আলী।

সভায় বক্তারা নবগঠিত জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

নবগঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সিলেট সদর উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন করে জেলা কমিটির কাছে হস্তান্তর করার জন্য বলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন