ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:২৮, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৯, ২২ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচারে গণহত্যা, উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার কর্তৃক বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলমান উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর।
মঙ্গলবার বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে যে গণহত্যা চালানো হচ্ছে তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শত শত নারী-শিশু নিহত, ঘরবাড়ি ধ্বংস এবং মানবিক বিপর্যয়ের মধ্যে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরো বলেন, ভারত সরকারের হিন্দুত্ববাদী নীতির ফলে মুসলমানরা সেখানে দিনদিন অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে বিতর্কিত ওয়াকফ বিল মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক অস্তিত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। এই বিল অবিলম্বে বাতিল করতে হবে।
বিক্ষোভ সমাবেশে সিলেট জেলার সভাপতি মাওলানা নেহাল আহমেদ, মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।