ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের হারে কাঁদছে ভারত!

প্রকাশ: ১৩:১৫, ৭ নভেম্বর ২০২১

গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের হারে কাঁদছে ভারত!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। জবাবে মাঠে নেমে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

আবুধাবীর এই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের এই হারে কাঁদছে ভারত! কারণ এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো উইলিয়ামসনের দল, আর বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো টিম ইন্ডিয়া।

আফগানিস্তানের জয়ে ভারতের সম্ভাবনা থাকায় আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ১৩৩ কোটি ৯০ লাখ মানুষের সমর্থন নিয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলো দলটি। 

সিলেট নিউজ ২৪

আরও পড়ুন