ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

পরাজয়ে আমরা কোনো অজুহাত দিতে চাই না: ভারতীয় অধিনায়ক

প্রকাশ: ১৬:৩৬, ৪ ডিসেম্বর ২০২২

পরাজয়ে আমরা কোনো অজুহাত দিতে চাই না: ভারতীয় অধিনায়ক

১৮৬ রানের মামুলি পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে ভারতীয় ক্রিকেট দল। তাদের শক্তিশালী বোলিং লাইনআপকে চ্যালেঞ্জ জানিয়ে বুক চিতিয়ে লড়াই করে দেশকে অবিশ্বাস্য এক জয় উপহার দিলেন মেহেদি হাসান মিরাজ। 

রান তাড়ায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ১৩৬ রানে ৯ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন বাংলাদেশ দলের দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। তারা শেষ উইকেটে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে দারুণ এক জয় উপহার দেন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। তবে বেশ ভালো বোলিং করেছি এবং শেষপর্যন্ত তাদের চাপে রেখেছি। তারা তাদের স্নায়ুচাপ ধরে রেখে লড়াই করেছে। 

রোহিত আরও বলেন, আমরা কিভাবে বোলিং করেছি যদি আপনি দেখেন- অবশ্যই শেষ কয়েক ওভারে আমরা উইকেট শিকারে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা আরও ৩০-৪০ রান করতে পারলে ম্যাচের পার্থক্য তৈরি হতো। পিচটা একটু চ্যালেঞ্জিং ছিল, অদ্ভুত বল টার্ন করছিল। তবে পরাজয়ে আমরা কোনো অজুহাত দিতে চাই না। 

ভারতীয় অধিনায়ক আরও বলেন, বাংলাদেশের এই ছেলেরা এমন কন্ডিশনে খেলে বড় হয়েছে। এমন চাপের পরিস্থিতিগুলো কিভাবে সামাল দিতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা পরবর্তী ম্যাচে জয়ে ফিরতে পারব।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন