ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

স্পেন-মরক্কো ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য

প্রকাশ: ১৭:৪০, ৬ ডিসেম্বর ২০২২

স্পেন-মরক্কো ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য

ছোট পাসে ‘তুকতাক’ খেলবে স্পেন। ওটা জেনেই মরক্কোর কোচ কৌশল সাজিয়েছেন। স্পেন পায়ে বল রাখবে রাখুক। তারা বিপদসীমায় আসার আগে বল কাড়তে যাবে না। বরং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করবে।

ওই কৌশলে মরক্কোই যেন ম্যাচের নির্ধারিত সময়ে সেরা দল। স্পেন নিজেদের অর্ধে পাসের পর পাস খেলেছে। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ছয়টি আক্রমণ তারা তুলেছে। কিন্তু গোল হওয়ার মতো শট ছিল মাত্র একটি।

অথচ ম্যাচের ৯০ মিনিটে লুইস এনরিকের দল ৭৪৬টি পাস খেলেছে। আশরাফ হাকিমি-হাকিম জায়েখরা ঠিক মতো কৌশল মেনে স্পেনের পোস্ট লক্ষ্য করেই বরং তিনটি ভালো শট নিয়েছে। মাত্র ২৫ শতাংশ বল পায়ে রেখে মাত্র ২৫১টি পাস খেলেও তায় মরক্কো ম্যাচের সেরা দল।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন