ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২৫
সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়াকে তিনি আলাদাভাবে দেখতে চান না। কথাটা তখন সৌজন্যমূলক মনে হলেও বাস্তবে শান্তরা সেটা হয়তো সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। তাই সিলেট টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ দল অল-আউট হয়ে গেল দুইশর নিচে! মাত্র ৬১ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ১৯১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানেই পতনের শুরু। সাদমান ইসলাম আউট হন ১২ রানে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১৪ রান করেই নিজের দায়িত্ব শেষ করেন। দুজনকেই ফিরিয়েছেন ভিক্টর নিয়াউচি। তিনে নেমেই মুজরাবানির বলে জীবন পেয়েছিলেন মুমিনুল হক। পরে তিনি ১০৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন আর ফর্মের দেখা পাচ্ছেনই না। উইকেটে সেট হয়েও ৬৯ বলে ৪০ রান করেই থামেন তিনি। মাঝে আকাশ মেঘলা হয়ে আসে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটে বারবার। বাংলাদেশও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এই সিরিজ দিয়েই হয়তো মুশফিকুর রহিমের শেষের শুরুটা হলো। দলের সিনিয়র এই ব্যাটার ফিরেছেন মাত্র ৪ রানে। এছাড়া মেহেদী মিরাজ (১), তাইজুল ইসলাম (৩) কেউই ভরসা দিতে পারেননি।
অবিশ্বাস্য হলেও সত্যি যে, দলের তৃতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে উইকেটকিপার জাকের আলীর ব্যাট থেকে। ৬০তম ওভারে জাকের আর নাহিদ রানাকে ওয়েসলি মাধভেরে তুলে নিলে ১৯১ রানে অল-আউট হয় বাংলাদেশ। ৩টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা। দুটি করে নিয়েছেন ভিক্টর নিয়াউচি এবং ওয়েসলি মাধভেরে।