ব্রেকিং
প্রকাশ: ০৮:২৫, ১৭ মার্চ ২০২৩
রূপালী ব্যাংক লিমিটেড, সিলেট বন্দরবাজার শাখার স্টেকহোল্ডারদের সাথে সিটিজেন চার্টার বিষয়ে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রূপালী ব্যাংক লিমিটেড, বন্দরবাজার শাখার আয়োজনে ব্যবস্থাপক নিশি মোহন নাথ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেটের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মো: ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মিল্লাত হোসেন, সিলেটের সহকারী মহাব্যবস্থাপক কামাল উদ্দিন আহম্মেদ এবং মিরাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক এস. এম. জোনায়েদ হাসান।
সভায় উপস্থিত ছিলেন শাখার বিভিন্ন স্তরের গ্রাহকগণ, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং শাখার সকল
কর্মকর্তা-কর্মচারীগণ। তাছাড়া সভায় বিভিন্ন ধরনের আমানত, হিসাব খোলা, রেমিট্যান্স, ঋণ সেবা, ট্রেজারী চালান, সঞ্চয়পত্র এবং নতুন
সংযোজিত সেবা নিয়ে আলোচনা করা হয়।
সভার প্রধান অতিথি মো: ফজলুল হক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ওপাশে থাকার আহব্বান জানান।
সিলেট নিউজ ২৪