ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঈদের আগে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

প্রকাশ: ১৮:৩৭, ১৯ জুন ২০২৩

ঈদের আগে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

ঈদুল আজহার আগেই ফের চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।  আগামী ২২ জুন থেকে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান তারা।

সোমবার (১৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাম বাড়ানোর আবেদন করেছে সংগঠনটি। চিঠিতে মিলমালিকরা বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে চিনির দাম সমন্বয় করতে এখন দাম বাড়ানো প্রয়োজন। অথচ এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

মিলমালিকদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে প্রতিকেজি খোলা চিনির দাম হবে ১৪৫ টাকা। আর প্যাকেটজাত চিনির দাম হবে ১৫০ টাকা।


এর আগে ১১ মে চিনির দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। তখন খোলা চিনির দাম কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করা হয়। 

তবে অভিযোগ রয়েছে, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই বাজারে বিক্রি হচ্ছে চিনি। এর মধ্যে ফের চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন