ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

নিবন্ধন নিয়ে সিলেটে বনপা`র জরুরী সভা

প্রকাশ: ১৪:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

নিবন্ধন নিয়ে সিলেটে বনপা`র জরুরী সভা

অনলাইন গণমাধ্যমের চলমান নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সিলেটে জরুরী সভা করেছে অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন `বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যাসোসিয়েশন`-বনপা সিলেট বিভাগীয় কমিটি। বুধবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বনপা সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট নিউজ টোয়েন্টিফোর ডটকম`র সম্পাদক খালেদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সিলেটের সময় ডটকম`র প্রধান সম্পাদক মেহেদী কাবুলের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন বনপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও দৈনিক সিলেট ডটকম`র সম্পাদক মুহিত চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আজকের সিলেট ডটকম`র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম`র সম্পাদক তাওহীদুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ জানান, অনলাইন নিউজপোর্টাল সমূহের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এজন্য বনপার যেসব সদস্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন তাদের বনপার নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করা জন্য বলা হয়।

তাছাড়া বনপার কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে যে সকল নিউজপোর্টাল নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন এবং এখনো বনপার সদস্য হননি তাদেরকে বনপার সদস্য হওয়ার জন্য আহবান জানানো হয়।

সদস্য হওয়ার জন্য বনপার www.bonpa.org ওয়েবসাইটে ফ্রিতে নিবন্ধন করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন- সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম`র সম্পাদক গোলজার আহমদ, সিলেট এক্সপ্রেস ডটকম`র ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুহিত দিদার, ডেইলি সিলেট ডটকম`র প্রকাশক খন্দকার আব্দুর রহিম, সিলেট মিডিয়া ডটকম`র ফাহাদ মারুফ প্রমূখ।

সিলেটনিউজ২৪.কম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন