ব্রেকিং
প্রকাশ: ১১:০৯, ১১ মে ২০২০
সিলেট নগরীর কাজলশাহ এলাকায় পানসী বাজারের ছাদ থেকে পড়ে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। তার নাম পার্থ বিশ্বাস (৩৫)। তিনি সিএসএস কোম্পানীতে চাকরী করতেন।
পানসী বাজারের সিসিটিভ ফুটেজ অনুযায়ী রোববার (১০ মে) দিবাগত রাত ২টা ৩৩ মিনিটে এ দোতলার ছাদ থেকে পড়ে সেখানেই মৃত্যু হয়।
এ ঘটনাটি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া। ওসি বলেন, ধারনা করা হচ্ছে সিকিউরিটি গার্ড অসাবধানতাবশ ছাঁদ থেকে পড়ে গেছে।
তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে।
সিলেট নিউজ ২৪